Wednesday, September 1, 2021

যদি শুরু থেকে শুরু করা যেত

Posted by মোশারফ রিপন

 


কোন সম্পর্কের দাবী নিয়ে কখনো তোমার সামনে দাড়াবো না।তোমার সামনেই যেন দাড়াতে না হয় এ আরাধনা সবসময়। আমি খোলসের ভিতরের মানুষগুলোকে চিনতে শিখে গেছি।দেড়ি হয়েছে বটে?

এজন্যই তো একটা আফসোস ;

অাবার যদি শুরু থেকে শুরুকরা যেত????


তুমি বুকে হাত রেখে বলো তো,আমি কি কখনো তোমায়  ভালোবেসেছিলাম।না বলবে তো?কারন ভালোবাসা বোঝার মত নিউরন তোমার নেই।তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো।নিজেকে নিয়ে তোমার সাত-আসমান। আমি বুঝতে পারি নি ;মিছে আলেয়ার স্ফুরণে আমি মুগ্ধ।

এজন্যই তো একটা আফসোস;

আবার যদি শুরু থেকে শুরু করা যেত????


কোন কারন আছে তোমার মিথ্যে অহমিকার।তুমি কোন  অহমিকায় নিজেকে সম্পুর্ন ভাবো।আমি ছাড়া তুমি হীন।আমি অাছি তো!! তাই নিজেকে আলাদা ভাবো।আমিও নিজেকে কতবার ছারিয়ে নিতে চেয়েছি মিথ্যে মায়াজাল থেকে।পারি না?

এজন্যই তো একটা আফসোস;

আবার যদি শুরু থেকে শুরু করা যেত????


Wednesday, August 4, 2021

বালিকা,এ শহরে কবিতা চলে না

Posted by মোশারফ রিপন




 বালিকা, এ শহরে কবিতা চলে না।

নরখাদক আর পোষ্য খাদকেরা 

খোজে থলথলে স্তন।

এখানে একটাই কবিতা চলে।

তোমার কবিতা কেউ গিলবে না।

তুমি কবিতা লিখে কি করবে?

বরং শিহরন জাগানো দলীয় চটি লিখো।

গোগ্রাসে গিলবে দেশ।

তোমার কবিতা  শিহরন জাগাবে না।

যতটা না শিহরন জাগায় তোমার নিতম্ব।

বালিকা,

ওরা তোমার কবিতা শুনবে না,

ওরা তোমার মুখে শুনতে চায় শিৎকার।

চলো ঘড়ে ফিরি।

নষ্ট ভ্রষ্ট কষ্ট নামে কোন কবিতা লিখি।

চুপসে আবৃতি করো।

আমিই শুনবো আর কেউ না শুনুক।

Tuesday, August 3, 2021

এসব ভাঁওতাবাজি বন্ধ করেন।

Posted by মোশারফ রিপন

 

গার্মেন্টস কর্মীদের কিছু হলে দায়ভার নিবে গার্মেন্টস কর্তারা।বড় সুখের খবর।যাক,মালিকরা তাহলে আমাদের নিয়ে ভাবে।আমরা কত সৌভাগ্যবান;

আমাদের কিছু হলে মালিকরা দায়ভার নিবেন?


মায়ের কাছে শুনেছিলাম,জ্যান্ত মানুষের উপকার করতে নেই,উপকার করতে হলে মৃত মানুষের করা উচিত।বিজিএমএ এ নীতিতে বিশ্বাস করে। আমরা এ দুর্দিনে খেয়ে পড়ে বাঁচতে পারছি না,আর ওনারা আমাদের কিছু হলে ব্যবস্থা নিবেন।আপনারা যদি এতই শ্রমিকবান্ধব।মাত্র এক মাসের বেতন দিতে কত খেলা শুরু করেছেন।আপনারা খেলতে পারেন। খেলে জিতেও গেলেন।জিতেও আপনারা হেরে গেলেন নিজের বিবেকের কাছে,মনুষ্যত্বের কাছে,মানবিকতার কাছে।


যাদের রক্ত ঝড়ানো শ্রমে আপনাদের এই বিলাসিতা। যাদের রক্ত শুশে আপনার এই বিলাসী জীবন।তাদের কষ্টে কি আপনার একটুও মন পোড়ে না।মন না পুড়ুক,মানুষ হলে তো একটু খানি খারাপ লাগার কথা। আপনাদের অনুভুতির কোষগুলোও নষ্ট হয়ে গেছে।


একটি মাস।শুধুমাত্র একটি মাস।।তাই আপনাদের কাছে অনেক বেশি হয়ে গেল।অনেক বেশি।।

কিছু বলার নেই?অর্থ ক্ষমতা দুটোই আজ আপনাদের অনুকুলে।একদিন ওনার কাছে যেতে হবে।সেদিন আপনার অর্থ-ক্ষমতার কোন মুল্য থাকবে না তার কাছে।সেদিন ওনাকে বলব,_এই স্বার্থান্বেষীরা,আমাদের বহুত কষ্ট দিয়েছে।


বাবা, বড় ভালোবাসি...🥰

Posted by মোশারফ রিপন

 বাবার কাছে থেকে সব সময়ই একটা অভিযোগ হজম করতে হয়।আমরা তিন ভাই-বোন নাকি বাবাকে ভালোবাসি না।বাবা এটা চরম মিথ্যে ভাবনা।খুব ভালোবাসি আপনাকে।হয়তো বলা হয় না।সব ভালোবাসার বহিঃপ্রকাশ হতে নেই।

ছোট বেলা থেকে বাবাকে ভয় পেতাম প্রচন্ড।কোন ভুল কাজ করলে বাবার কড়া শাসন কিংবা পিটুনি আজও মনে পড়ে।তাই বাবার প্রতি ভালোবাসাগুলো ভয়ের আড়ালে লুকিয়ে থাকে।

২০০৫ সাল।এসএসসি পরিক্ষার পরেরর কথা।জন্ডিসে আমার বেহাল অবস্থা। শরীরে ২০৬টি হার একটা একটা করে গননা করা যায়।সাথে টাইফয়েড জ্বর।ভাতের এত মিষ্টি গন্ধ আমার বমির উদ্রেক করত।কিছু পেটে পড়লে  বমি হয়ে বেড়িয়ে আসত।শরীরের এমন খারাপ অবস্থা যে হেটে গেলে নিজের পায়ের সাথে আরেক পা জড়িয়ে যায়।

ডাক্তারে পরামর্শে অনেক ঔষধের সাথে নাপা এক্সট্রা একটার অর্ধেকটা খেতে হবে।কিন্তু জ্বর কমছে না ভেবে আমি আস্ত একটা গিলে ফেলি।যার ফলশ্রুতিতে আমি অজ্ঞান।


অজ্ঞান পর কি হলো? অজ্ঞান হলে মানুষ কিছু বলতে পারে না।শুনেছিলাম, বাবা আঙিনায় মাটির মধ্যে গড়াগড়ি করে কেন্দেছিল।খুউব।


মানত করে ছিলো।ডাক্তার আনা হলো।ডাক্তারের ভাষ্য এ ছেলে বাচবে না।দুটো কিডনি ড্যামাজ হয়েছে।

ছেলেটা আজও বেচে আছে।হয়তো তোমার ভালোবাসার জোড়ে।


বাবা লাভ য়ূ।